July 11, 2012

Sandals thrown at the Judge of Dinajpur Courthouse

 দিনাজপুরে আদালতে বিচারকের উদ্দেশে স্যান্ডেল


দিনাজপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে বিচারকের উদ্দেশে স্যান্ডেল নিক্ষেপ করেছে আসামি। ঘটনাটি ঘটেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে। এ সময় দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল আমীনসহ কয়েকজন আইনজীবী, কয়েকটি মামলার বাদী ও বিবাদীরা উপস্থিত ছিলেন।  আদালত চলাকালে জিআর ১৪৭ মামলার মোটরসাইকেল চুরি মামলার আসামি দুলাল (২৬) বিচারকের উদ্দেশ্যে এই কাজটি করে। প্রথম স্যান্ডেলটি গিয়ে কোর্ট জিআর পুলিশ ইন্সপেক্টরের গায়ে লাগে। এতে হতবিহবল হয়ে পড়ে সবাই। পরক্ষণেই কোমরে লুকিয়ে রাখা আরেকটি স্যান্ডেল বের করে ছুড়ে মারলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজির হোসেন মাথা সরিয়ে নেন। ফলে এটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে হৈচৈ পড়ে যায় আদালত পাড়ায়। পরে এ ব্যাপারে আসামি দুলালকে আদালতে উপস্থিত কয়েকজন আইনজীবী এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে,  এই বিচার, বিচারক নয়, উনি কাগজ কুড়ানো বিচারক! প্রকৃত দোষীদের বিচার না করে নিরীহ মানুষদের জেলখানায় বন্দি করে রেখেছে। তাদের জামিন দিচ্ছে না। দিনাজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল আমীন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে জানান। তিনি বলেন, ওই আসামি আসলে খুব খারাপ ব্যক্তি। জঘন্য মানুষ! সে খুব খারাপ কাজ করেছে।

Courtesy: http://www.mzamin.com/details.php?nid=MTI5Mjk=&ty=MA==&s=Mjc=&c=MQ==

0 comments:

Post a Comment