April 12, 2012

বিড়াল বলে মাছ খাব না, আর ছোব না, কাশি যাব!!

!!!! বিড়াল বলে মাছ খাব না, আর ছোব না, কাশি যাব !!!!
 
বিড়াল বলে মাছ খাব না,
আর ছোব না, কাশি যাব!!
বার মাসে একাদশি,
বিশ্ব নাথে পোশাক / পসার পাব||
বিড়াল বলে মাছ খাব না,
আর ছোব না, কাশি যাব!!
তা দেখে এক কোলা ব্যাঙ,
বাড়িয়ে দিলে লম্বা ঠেং ||
এক লাফে তে লঙ্কা গিয়ে,
রাবন মেরে রাজা হব||
বিড়াল দেখে নেংটি ইদুর
কপালে টিপ মাথায় সিদুর
ঢাকাই শারি পরে আমি
বড় বাবুর গিন্নি হব||
বিড়াল বলে মাছ খাব না,
আর ছোব না, কাশি যাব!!
তা দেখে এক কালো কুকুর,
সে সাজে, কৃষ্ণ ঠাকুর|
কদম গাছে লেজ দুলিয়ে
শ্যামের বাশি কে রে গাবে|
বিড়াল বলে মাছ খাব না,
আর ছোব না, কাশি যাব!!

1 comments:

Unknown said...

বিশ্বনাথের প্রসাদ পাবো

Post a Comment