August 23, 2011

দুর্নীতির তথ্য দিতে শিক্ষাভবনে অভিযোগ-বাক্স

কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে শিক্ষা ভবনে একটি অভিযোগ বাক্স বসানো হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে এ বাক্স স্থাপন করা হয়েছে। তালাবদ্ধ বাক্সটির চাবি মন্ত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।


অভিযোগ বাক্সটি শিক্ষাভবনের মূল ফটকের কলাপসিবল গেইটের বাম পাশে স্থাপন করা হয়েছে।


বিবরণীতে বলা হয়, ওই বাক্সে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষা মন্ত্রণালয়াধীন যে কোনো অধিদপ্তর, পরিদপ্তর, প্রকল্প পরিচালকের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ ফেলা যাবে।


অভিযোগগুলো সংগ্রহ করার পর শিক্ষামন্ত্রী যাচাই-বাছাই করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।


শিক্ষাভবনে গত ১৯ অগাস্ট এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডিসেম্বরের মধ্যে শিক্ষাভবনকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দিয়ে বলেন, "শিক্ষাভবনে কোন অযোগ্য, দুর্নীতিবাজ ও শিক্ষক ভোগান্তিকারী কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবে না।"


এর দুদিন আগে ঘুষ দাবি করা শিক্ষা ভবনের এক কর্মকর্তাকে হাতেনাতে ধরেন শিক্ষামন্ত্রী। পরে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক বদলি করা হয়।

0 comments:

Post a Comment