আন্না হাজারে স্টাইলে এবার পাকিস্তানে অনশন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন এক পাকিস্তানি ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী। তার নাম জাহাঙ্গীর আখতার। তিনি ১২ সেপ্টেম্বর থেকে রাজধানী ইসলামাবাদে অনশন ধর্মঘট শুরু করবেন। ব্যবসায়ী জাহাঙ্গীর আখতার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।
হাজারের প্রশংসা করে জাহাঙ্গীর বলেন, দুর্নীতি পাকিস্তানে একটি দুরারোগ্য ব্যাধি। তিনি ভারতের লোকপাল বিলের মতো পাকিস্তানে অনুরূপ দুর্নীতি বিরোধী বিল পাসের দাবি জানিয়েছেন। জাহাঙ্গীর বলেন, তিনি জাতীয় পরিষদে একটি দুর্নীতি বিরোধী বিল পাসের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, ভারতীয় পার্লামেন্টে যে ধরনের বিল পাস হয়েছে, পাকিস্তান পার্লামেন্টেও অনুরূপ বিল পাস হওয়া উচিত। জাহাঙ্গীর আরো বলেন, পাকিস্তানে ভারতের চেয়ে দুর্নীতি বেশি। দেশের মানুষের স্বার্থে জাহাঙ্গীরের এটাই প্রথম অনশন নয়। ইসলমাবাদের ব্যবসায়ীদের স্বার্থে তিনি ২২ দিনব্যাপী একটি অনশন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু পুলিশ বাধা দেয়ায় তিনি তার কর্মসূচি শেষ করতে পারেননি। দ্বিতীয় বার তিনি ৮ দিনের একটি অনশন ধর্মঘট শুরু করেছিলেন।
0 comments:
Post a Comment