May 18, 2012

Police Constable is being arrested red handed while hijacking!

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ২ কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। গণপিটুনির শিকার আরিফ নামে (নং-১৫৫৭০) এক কনস্টেবল পালিয়ে গেলেও ফখরুল ইসলাম সোহেল নামে (নং-১৫৫৪২) অপর কনস্টেবলকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও নগদ ৮ হাজার টাকাসহ পুলিশে সোর্পদ করা হয়েছে। গতকাল দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে ছিনতাইকৃত ইজিবাইকের মালিক জুয়েল বাদী হয়ে ওই দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। মামলার উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, কনস্টেবল ফখরুল ইসলাম সোহেল ও আরিফ ইতিপূর্বে ফতুল্লা মডেল থানায় কর্মরত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় রাজারবাগ পুলিশ লাইনে বদলি করা হয়।
গত ১৫ মে রাত ২টায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল ফখরুল ইসলাম সোহেল ও আরিফ স্থানীয় সোর্স ধর্মগঞ্জের ফাইজুলের সহায়তায় আলীগঞ্জ এলাকার ইজিবাইক চালক জুয়েলের ৪ মাসের সন্তান সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে তার ইজিবাইক ও ২টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ওই ইজিবাইকটি সোর্স ফাইজুলের বাবা জসিমের কাছে বিক্রি করে টাকা নিয়ে যায় ওই দুই পুলিশ কনস্টেবল।
এদিকে ইজিবাইকের খবর পেয়ে এর চালক জুয়েল সেটি তার দাবি করে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকালে একটি সালিশ বসায়। এক পর্যায়ে সোর্স ফাইজুলের বাবা জসিম দাবি করে সে ইজিবাইকটি ২ জনের কাছ থেকে কিনে নিয়েছে এবং যাদের কাছ থেকে কিনেছে তারা সালিশে উপস্থিত হতে আসছে। পরে দুপুর দেড়টায় একটি মোটরসাইকেল যোগে কনস্টেবল ফখরুল ও আরিফ ধর্মগঞ্জে সালিশে উপস্থিত হয়। ওই সময় এরা সালিশে উপস্থিত ইজিবাইকের চালক জুয়েলকে মারধর শুরু করলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে এরা দু’জনই পুলিশের এসআই বলে পরিচয় দেয়। ওই সময় তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তারা স্থানীয়দের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। একই সঙ্গে ইজিবাইক চালকের কাছ থেকে সালিশকারীরা জানতে পারে এই ২ জনই ইজিবাইকের ছিনতাইকারী। তখন উত্তেজিত এলাকাবাসী তাদের ২ জনকে গণপিটুনি দেয়। অবস্থা বেগতিক দেখে কনস্টেবল আরিফ মোটরসাইকেলটি নিয়ে  কোন মতে চম্পট দিতে সমর্থ হলেও কনস্টেবল ফখরুলকে আটকে ইজিবাইকসহ পুলিশে সোর্পদ করে স্থানীয় সালিশকারীরা।

Courtesy: http://www.mzamin.com/details.php?nid=NDU3Mg==&ty=MA==&s=Mjc=&c=MQ==

Because they are Police

সরোজ মেহেদী: যাত্রাবাড়ী থানার দুই এএসআই’র বিরুদ্ধে ঘুষ আদায়ের জন্য এক প্রাইভেট কার চালককে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানার দুই এএসআই আবদুর রহমান ও রিয়াজউদ্দীন দয়াগঞ্জ রেললাইন এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৪ গাঁজাসেবীর পাশাপাশি পথচারী প্রাইভেট কার চালক আজমীরকেও আটক করে। একপর্যায়ে এক গাঁজাসেবীকে ছেড়ে দেয়া হলেও থানায় নিয়ে যাওয়া হয় আজমীরকে। গতকাল আজমীরের খোঁজে তার বন্ধু ইব্রাহিম থানায় গেলে তার পকেট থেকে এক হাজার টাকা রেখে তাকেও নির্যাতন করে এএসআই আবদুর রহমান ও রিয়াজ। আজমীর জানান, বৃহস্পতিবার রাতে দয়াগঞ্জ রেললাইন এলাকায় এএসআই আবদুর রহমান ও রিয়াজ অভিযান চালিয়ে চার গাঁজা সেবনকারীকে আটক করে। এ সময় একই পথ দিয়ে যাওয়ার সময় আটক হওয়া মাদক বিক্রেতা ফকির চাঁনকে ছেড়ে দিয়ে আজমীরকে আটক করে পুলিশ। পরে থানা থেকে আজমীরের বাসায় ফোন দিয়ে মুক্তির জন্য ২০ হাজার টাকা চান। আজমীর যাত্রাবাড়ী থানায় আটক রয়েছে শুনে বন্ধু ও রুমমেট ইব্রাহিম থানায় যান। থানায় যাওয়ার পর ২০ হাজার টাকা না আনায় তার পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেয় দুই এএসআই। ইব্রাহিম প্রতিবাদ করলে দোতলায় ওসির রুমের পাশের রুমে মারধর করা হয় তাকে। একপর্যায়ে খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা থানায় উপস্থিত হলে তাদেরও লাঞ্ছিত করে পুলিশ। আজমীরকে ছেড়ে দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম। এ সময় তিনি অভিযুক্ত দুই এএসআই’র কোন দোষ নেই বলে দাবি করেন। প্রহৃত ইব্রাহিম বলেন, ‘আজমীরকে আটকের কথা শুনে আমি যাত্রাবাড়ী থানায় যাই। ওই সময় আবদুর রহমান নামের এক পুলিশ আমাকে বলে, তুই কি আজমীরের লোক। ‘হ্যাঁ’ বলার সঙ্গে সঙ্গে ওই পুলিশ বলে- ওসি স্যারের জন্য কত টাকা আনছস? এই বলেই আমার পকেট থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা ফেরত চাইলে ওসি তদন্ত মাজহারের সামনে আমাকে মারধর করে।’ এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা পুলিশের যে সদস্য ঘটনাটি ঘটিয়েছে, তারা কাজটি ঠিক করেনি। তবে পুলিশ সন্দেহ করে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছিল। ছেলেটিকে নির্দোষ মনে হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, এএসআই রিয়াজ ও আবদুর রহমানের ঘুষ নেয়ার ঘটনাটি আমি শুনেছি। নির্যাতিতরা লিখিত অভিযোগ করলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Courtesy: http://www.mzamin.com/details.php?nid=NDU3Mw==&ty=MA==&s=Mjc=&c=MQ==

May 9, 2012

DESH O DURNITI -Towfique & Faisal Roddy (RAJOTTO)

DESH O DURNITI -Towfique & Faisal Roddy (RAJOTTO)

Jani amar ei gaan bojhabe tomae mane

Dekhbe tumi sottopran khepa-gaane khela kore. [Hook/ Chorus]

Oi j imarot dekho, Oi j bishal ottalika!
...
paper fosole rongin sotto bikri omanisha!

Orthe sodeshi bank upche pore

Bideshe pari jomae sopner baosr gore.

Keu ba dukre more, nijer kobor khore-

Mrittuta onibarjo jane tobu miche borai kore,

Bibektato ondhokare britha hatre more

Sotto pothta khuji keu ki bolte pare?

Purche dalan - morche manush,

Ek turite fanush, peter jala kotota bishakto

Oi shoshokera januk !!

Ekta baroki kapena tomar buk?

Tomar sukher upor sukh

R odike khudhito sishumikh !

Sunechi Miir Jaforer naki kapeni hat

Hingsro jollader torobarir shanito ach

Lojjata porote porete itihase lekha thak !

dha te-re-ke-te-tak , Durniti nipat jak !!

Pothokoli jake boli soddo fota koli

Foteni kuri okale jhore pore esho chokhta meli,

Jam e atke , hotat thomke, apa ekta mala kinben..

Astakure nibash tar Bah !! apnito besh achen !!

Sothik jotno payni chara shopno vengeche bar bar...

Madoker jale aboddho ostro hate aj tar

Shopno- dushpno puji kore rujir rasta ondhokar

Rajar nitir thabae charkhar poth nei palabar..

Jela hote , gram theke uthe asa medha

Raje Rajdhanir Rajpoth suni nesai naki pesa !

Hall dokhol -- chadabaji -- tenderbajir utpat !

Dosshu rajnoitik neta korte hobe uthkhat !

Rokkhok jokhon Vokkhok tokhon beche thaka dae !

Okkhom ami khomotar lorae dane jabo na bae?

Thore thore dhuloe file te chapa pore thak-

Dh-te-re-ke-te-tak, Durniti nipat jak !!

Ki bolbo ovishap? Purbo jonmer pap?

Provu dhikkar !! thalata vikkhar !! vangoneri dhap !!

Keno nei, keno keui, keno bai, proshno tai --

Ami bivranto ; obimishro voe j pai !

Ghormakto sorir matha vora bojha --

Durnitir vut namabo deke ano aj ojha.

Iter pore it majhe manush r kit thak !!

Dealete chika durniti nipat jak !

JA DEKHO NOSTO, SOTRUR LOKKHO VROSHTO...

DOKKHINBONGO , AYINVONGO !!

May 2, 2012

Bribing-Still there are no action !!




Proven Video record of taking bribe..
Still there are no action..

even the point is this is just one dept. out of at least more than 100 others