ঘুষ নেওয়ার দায়ে চট্টগ্রামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) এক বছরের সাজা হয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. আতাউর রহমান এ দণ্ডাদেশ দেন। ঘটনার সময় দণ্ডিত পুলিশ সদস্য মো. নবী উল্লাহ নগরীর বায়েজীদ থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুষ হিসেবে নগদ অর্থ ও মোটর সাইকেল নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিনমাস কারাদণ্ড দিয়েছে।
এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। তবে দুটি সাজাই একসঙ্গে চলবে বলে তাকে এক বছরের সাজা ভোগ করতে হবে।
অবৈধ দখলদারদের কাছ থেকে বাড়ি উদ্ধারে সিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করেন কুলগাঁও এলাকার বাসিন্দা কেয়া কবির। পরে কমিশনারের নির্দেশ অনুযায়ী বিষয়টি তদন্তের দায়িত্ব পান এসাই নবী উল্লাহ। তদন্তের এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য ওই পুলিশ কর্মকর্তা কেয়ার কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরে ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে জানানো হলে ওই এসআইকে হাতেনাতে ধরার ফাঁদ পাতা হয়। পরিকল্পনা অনুযায়ী ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর নগদ ২০ হাজার টাকা ও মোটর সাইকেল নেওয়ার সময় সিঙ্গারের শো-রুম থেকে হাতেনাতে নবী উল্লাহকে আটক করেন দুদক কর্মকর্তারা।
এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান বিশেষ পিপি মেজবাহ।
Courtesy: http://www.bdnews24.com/bangla/details.php?id=187070&cid=2&aoth=1
0 comments:
Post a Comment