The Anti Corruption Commission (ACC) will distribute a special ruler to school and college students. The corruption watchdog also plans to launch a special theme song as part of its country-wide campaign.
ACC's volunteer organisation 'Satata Sangha' will execute the initiative beginning next week by distributing the rulers and CDs to every school and college.
ACC chairman Golam Rahman told bdnews24.com: "Corruption prevention is more fruitful than corruption control. We think, the young generation can contribute the most. This initiative is only to make them aware of corruption."
The special ruler has a line written on it in Bengali aimed to strengthen the resolve among students not to indulge corruption.
The theme song was written and composed by renowned singer Hayder Hossain and sung by various artists.
=================================================
সারাদেশে মসজিদে দুর্নীতিবিরোধী খুৎবা পাঠের পর এবার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ স্কেল বিতরণ এবং দুর্নীতি প্রতিরোধে বিশেষ গান (থিম সঙ) প্রচারের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী সপ্তাহ থেকে দুদকের স্বেচ্ছাসেবি সংগঠন সততা সংঘের মাধ্যেমে দেশের স্কুল-কলেজগুলোতে এসব স্কেল ও থিম সঙের সিডি বিতরণ করা হবে।
এ উদ্যোগ সম্পর্কে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধ বেশি ফলদায়ক। আমরা মনে করছি, একাজে তরুণ প্রজন্মই বেশি অবদান রাখতে পারবে। দুর্নীতির বিষয়ে তাদের সচেতন করতেই এমন উদ্যোগ।”
শিক্ষার্থীদের মাঝে দুদক সাদা রঙের যে স্কেলটি বিতরণ করবে তার একপিঠে নীল রঙে দুদকের প্রতীকসহ লেখা রয়েছে ‘দুর্নীতি করব না, সইব না, মানব না’। অন্যপিঠে ওয়েব সাইটের ঠিকানাসহ লেখা রয়েছে দুদকের শ্লোগান- ‘সততাই সর্বোত্তম নীতি’।
‘আমরা তরুণ, ঊষার অরুণ, সত্য ন্যায়ের কাণ্ডারি...’ দুর্নীতি বিরোধী এ থিম সঙের গীতিকার ও সুরকার হায়দার হোসেন। তার সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন রুমা, রানা, শিখা ও সাফকাত।
দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি, এটা ভালো উদ্যোগ। গত দুই-তিন বছরে দুর্নীতি প্রতিরোধে তেমন কোনো কাজ হয়নি। দুর্নীতি করলে শাস্তির পাশাপাশি প্রতিরোধটাও জরুরি। এজন্য রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে।”
দুর্নীতি বিরোধী কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মই পারে দুর্নীতির বিরুদ্ধে নেতিবাচক মানসিকতা তৈরি করতে।”
দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গত বছরের মার্চ থেকে দেশের ২ লাখ ৪০ হাজর মসজিদ বিশেষ খুৎবা পাঠের ব্যবস্থা করে দুদক। তাবলিগ জামায়াতেও বিতরণ করা হয় খুৎবা সম্বলিত পুস্তিকা।
আসন্ন বিশ্ব ইজতেমাতেও এমন খুৎবা পাঠের আয়োজন করা হবে বলে দুদক চেয়ারম্যান জানান।
দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মেজর আবু জাফর তৌফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে দুদকের ১১ হাজার ৬৭২টি সততা সংঘ রয়েছে। প্রতিটি সংঘের সদস্য সংখ্যা ১১ জন। এছাড়া রয়েছে ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়েক হাজার পরামর্শক কাউন্সিল।
জাফর জানান, প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার স্কেল বিতরণ করা হবে স্কুল পর্যায়ে। পরে দেশের প্রতিটি স্কুলে তা দেওয়া হবে। তার থিম সঙের সিডি দেওয়া হবে সব সততা সংঘের জন্য।
তবে এ ধরনের কাজে অর্থের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “দুদকের সীমিত অর্থ দিয়ে এসব কাজ করা সম্ভব হয় না। এ কারণে বাইরের উৎস থেকে অর্থ সাহায্য নিয়ে এটা করা হচ্ছে। স্কেল ও থিম সঙের জন্য অর্থ সহায়তা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।”
চলতি অর্থবছরের এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেটে দুদকের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩২ কোটি টাকা।
আগামী সপ্তাহ থেকে দুদকের স্বেচ্ছাসেবি সংগঠন সততা সংঘের মাধ্যেমে দেশের স্কুল-কলেজগুলোতে এসব স্কেল ও থিম সঙের সিডি বিতরণ করা হবে।
এ উদ্যোগ সম্পর্কে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধ বেশি ফলদায়ক। আমরা মনে করছি, একাজে তরুণ প্রজন্মই বেশি অবদান রাখতে পারবে। দুর্নীতির বিষয়ে তাদের সচেতন করতেই এমন উদ্যোগ।”
শিক্ষার্থীদের মাঝে দুদক সাদা রঙের যে স্কেলটি বিতরণ করবে তার একপিঠে নীল রঙে দুদকের প্রতীকসহ লেখা রয়েছে ‘দুর্নীতি করব না, সইব না, মানব না’। অন্যপিঠে ওয়েব সাইটের ঠিকানাসহ লেখা রয়েছে দুদকের শ্লোগান- ‘সততাই সর্বোত্তম নীতি’।
‘আমরা তরুণ, ঊষার অরুণ, সত্য ন্যায়ের কাণ্ডারি...’ দুর্নীতি বিরোধী এ থিম সঙের গীতিকার ও সুরকার হায়দার হোসেন। তার সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন রুমা, রানা, শিখা ও সাফকাত।
দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি, এটা ভালো উদ্যোগ। গত দুই-তিন বছরে দুর্নীতি প্রতিরোধে তেমন কোনো কাজ হয়নি। দুর্নীতি করলে শাস্তির পাশাপাশি প্রতিরোধটাও জরুরি। এজন্য রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে।”
দুর্নীতি বিরোধী কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মই পারে দুর্নীতির বিরুদ্ধে নেতিবাচক মানসিকতা তৈরি করতে।”
দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গত বছরের মার্চ থেকে দেশের ২ লাখ ৪০ হাজর মসজিদ বিশেষ খুৎবা পাঠের ব্যবস্থা করে দুদক। তাবলিগ জামায়াতেও বিতরণ করা হয় খুৎবা সম্বলিত পুস্তিকা।
আসন্ন বিশ্ব ইজতেমাতেও এমন খুৎবা পাঠের আয়োজন করা হবে বলে দুদক চেয়ারম্যান জানান।
দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মেজর আবু জাফর তৌফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে দুদকের ১১ হাজার ৬৭২টি সততা সংঘ রয়েছে। প্রতিটি সংঘের সদস্য সংখ্যা ১১ জন। এছাড়া রয়েছে ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়েক হাজার পরামর্শক কাউন্সিল।
জাফর জানান, প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার স্কেল বিতরণ করা হবে স্কুল পর্যায়ে। পরে দেশের প্রতিটি স্কুলে তা দেওয়া হবে। তার থিম সঙের সিডি দেওয়া হবে সব সততা সংঘের জন্য।
তবে এ ধরনের কাজে অর্থের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “দুদকের সীমিত অর্থ দিয়ে এসব কাজ করা সম্ভব হয় না। এ কারণে বাইরের উৎস থেকে অর্থ সাহায্য নিয়ে এটা করা হচ্ছে। স্কেল ও থিম সঙের জন্য অর্থ সহায়তা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।”
চলতি অর্থবছরের এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেটে দুদকের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩২ কোটি টাকা।
Courtesy Source: -http://www.bdnews24.com/details.php?cid=2&id=215479&hb=2

0 comments:
Post a Comment