November 28, 2011

Bribery in action

হেল্পারঃ স্যার আসেন হ্যান্ডশেক করি।
Helper: Lets shake our hands, Sir.
পুলিশঃ ছিঃ ছিঃ কি করছেন এসব। কি দরকার ছিল এসবের।
Police: Common; what are you doing.. it wasn't necessary.
হেল্পারঃ স্যার নাহ তেমন কিছুনা।
Helper: Nothing much, Sir.
পুলিশঃ কত আছে?
Police: How much.
হেল্পারঃ ৫০০
Helper: 500
পুলিশঃ একেবারে লজ্জায় ফেলে দিলেন। যান যান।
Police: Your are getting me owed, common; go away..

November 24, 2011

Corruptiotn - Enough is enough, not anymore !!

The Light is out there..
Has anyone ever said that?

Dearest Dad / Mom / Bro / Sis / Hubby / Honey,

1. Please do not do any corruption at your work.
2. I will not use / take anything from family that you are maintaining by the money from bribery.
3. I will not receive any gift that was bought by bribery money.
4. I am not interested to get educated by bribery money.
5. I will not use your bribery money as my pocket money.
6. I will not stay in the house that has built by your money from bribery.
7. I will not use your car that has bought by your money from bribery.

Has anyone ever thought that?

From whom your dearest Dad / Mom / Bro / Sis / Hubby / Honey is taking such bribery money,

1. How helpless and option-less was he / she, while fulfilling their demand for bribery.
2. He / she might be giving the money which he / she was saving bit by bit during his /s her whole life.
3. He / she might be selling his / her last remaining wealth to satisfy their addiction of bribery.
4. He / she might be sacrificing his / her family member's important necessity.
5. One of these family members might be your relative or close friend.
6. May be one of your dearest person's basic needs are getting sacrificed to supply your extravagant lifestyle.

Even after that, will you be able to float on tide happiness that was bought by bribery or corruption money.  Even after that, won't your ethics say "Enough is enough, not anymore!!"

waiting
Victims
Courtesy : @Rafiqul Islam
==========================================================================
কেউ কি কখনও বলেছে যে,

ওগো বাবা/মা/ভাই/বোন/ বা পতি/পত্নী,
১. তুমি তোমার কর্মস্থলে কোন ধরনের দুর্নীতি করবে না।
২. তোমার ঘুষের টাকায় চালান সংসার থেকে কিছু নিব না।
৩. তোমার ঘুষের টাকায় কেনা কোন উপহার নিব না।
৪. তোমার ঘুষের টাকা দিয়া আমি শিক্ষিত হতে চাই না।
৫. তোমার ঘুষের টাকা আমি হাত খরচ হিসাবে নিব না।
৬. তোমার ঘুষের টাকায় বানানো বাড়িতে আমি থাকব না।
৭. তোমার ঘুষের টাকায় কেনা গাড়িতে আমি চড়ব না।

কেউ কি কখনও ভেবেছে যে,

আপনার প্রিয় বাবা/মা/ভাই/বোন/ বা পতি/পত্নী যে মানুষটির কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছেন,
১. সেই মানুষটি কতোটা নিরুপায় ও অসহায় হয়ে তাদের চাহিদা পূরণ করেছে।
২. হয়তো সে তার সারা জীবনের তিল তিল করে জমানো অর্থ দিয়া..
3. হয়তো সে তার মূল্যবান কোন সম্পদ বিক্রি করে..
৪. হয়তো সে তার পরিবারের সদস্যদের কোন চাহিদা কে বিসর্জন দিয়ে..
৫. হয়তো ওই পরিবারের কোন সদস্য আপনার খুব কাছের কোন বন্ধু বা আত্মীয়..
6. হয়তো আপনার সুখের জোগান এর বিনিময়ে আপনারই কোন আপনজনের মৌলিক চাহিদা বিসর্জন দিতে হয়েছে।

এরপরও আপনি কি পারবেন দুর্নীতির টাকায় কেনা সুখে গা ভাসাতে?? এরপরও কি আপনার বিবেক বলবে না, "না অনেক হয়েছে, আর নয়" ??

অপেক্ষায়
ভুক্তভোগী
Courtesy : @Rafiqul Islam